Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

দর্শনীয় স্থান

ক্রমিক নাম কিভাবে যাওয়া যায় অবস্থান
দর্শনীয় স্থান

ঠাকুরগাঁও উপজেলা পরিষদ হয়ে সোজা উক্তরে প্রায়-২৫ কি: মি: ১৩ মাইল নাম স্থানে বাস বা সিএনজি বা বিআরটিসি বাস থেকে নেমে পশ্চিমে প্রায় ৭ কি: মি: দুরে এই দর্শনীয় স্থান গুলি অবস্থিত । অপরটি উপজেলা পরিষদ হয়ে বাসষ্ট্যান্ড নাম জায়গা থেকে লোকাল গাড়ী নিয়ে গড়েয়া হাট হয়ে উক্তরে জাঠিভাংগা বোদ্ধভুমি দর্মনীয় স্থানটি অবস্থিত ।

বলাকা উদ্যান বা কুমিল্লা হাড়ি বিনোদন কেন্দ্র ও পিকনিক স্পট

বলাকা উদ্যান বা কুমিল্লা হাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের দক্ষিন-পূর্বে প্রায় ৬.০০ কি.মি. দূরে জগন্নাথপুর ইউনিয়নে অবস্থিত । সত্যপীর ব্রীজ বা বাস টার্মিনাল হতে এখানে বাস যোগে বা ব্যাটারী চালিত অটোরিক্সাযোগে বড় খোচা বাড়ী থেকে ০.৫ কিলো পর গৌরীপূর নামক স্থান থেকে দক্ষিন দিকে ০.৫ কিলো দুরত্ব গেলেই বলাকা উদ্যান বা কুমিল্লা হাড়ি যাওয়া যায় ।

ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থান সমুহ
বালিয়া জ্বীনের মসজিদ

ঠাকুরগাঁও সদর উপজেলা থেকে উত্তর-পূর্বের ভল্লী বাজার নামে একটি মসজিদ রয়েছে, ছোট বালিয়ার জায়গায় শাঠবন্দি দেয়াল নামে পরিচিত। এই মসজিদে যাওয়া, আপনি ভিকটিম বাজার থেকে রিকশা, ভ্যান বা নাসিমান যেতে পারেন। ঠাকুরগাঁও সদরের এই মসজিদটির দূরত্ব 17 কিলোমিটার মিটার ।Share with :

Facebook Twitter