ক্রমিক নং | প্রস্তাবিত বিষয় (গৃহীতব্য কাজের নাম) | বাস্তবায়ন কাল (শুরু ও সমাপ্তির তারিখ | দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা/ইনোভেশন টিম | প্রত্যাশিত ফলাফল | পরিমাপ |
০১ | প্রতি মাসের শেষ সপ্তাহে উপজেলা ইনোভেশন টিমের সদস্য ও চলমান উদ্ভাবনী উদ্যোক্তাদের সমন্বয়ে সভার আয়োজন, চলমান উদ্ভাবনী উদ্যোগ ও নতুন নতুন উদ্যোগ সর্ম্পকে আলোচনা ও মুল্যায়ন | ২৭ জানুয়ারী ২০১৬ ২৭ ডিসেম্বর ২০১৬ | উপজেলা ইনোভেশন টিম | ১. ইনোভেশন টিমের কার্যক্রম গতিশীল থাকবে । ২. চলমান উদ্যোগ এর সমস্যা সম্ভাবনা গুলো স্পর্ট হবে । ৩. নতুন নুতন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের সুযোগ সৃষ্টি হবে । ৪. সরকারী সেবার মান সেবা গৃহীতার কাছে অধিকতর গ্রহণ যোগ্য করার ক্ষেত্রে সেবা দাতার ইতিবাচক মানসিকতা তৈরি হবে । ৫. সরকারী দপ্তর সমুহে সেবা প্রদান প্রক্রিয়া সহজিকরণ করার শাংস্কৃতি তৈরি হবে। ৬. আন্ত: দাপ্তরিক সু সম্পর্ক তৈরি হবে ও পারষ্পরিক যোগাযোগ সহজতর হবে। | ১. চলমান উদ্ভাবনী উদ্যোগ সমাপ্তির সংখ্যা ২. নতুন উদ্ভাবনী উদ্যোগ বৃদ্ধির সংখ্যা ৩. বাস্তবায়িত উদ্যোগের সেবা গৃহীতা গণের অফিসে যাতায়াত সেবার ব্যয় কমানো । ৪. সভায় কর্মকর্তাগণের নিয়মিত উপস্থিতি ৫. উপজেলায় সাধারণ সভায় উপস্থাপন ও পর্যালোচনা |
০২ | চলমান উদ্ভাবনী উদ্যোগ সমুহ (পাঁচ টি) সমাপ্তকরণ | জানুয়ারী ২০১৫ ডিসেম্বর ২০১৫ | উপজেলা ইনোভেশন টিম ও ১. মো: কামরুজ্জামান উপজেলা যুব উন্নয়ন অফিসার ২. মো:আশরাফুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার, ৩. মোছা: সাইয়েদা সুলতানা, উপজেলা সমাজ সেবা অফিসার, ৪. মুহ: রাশেদুল হক প্রধান, সহকারী কমিশনার (ভুমি) ৫. মো: মজিবর রহমান, সচিব, ঠাকুরগাঁও পৌরসভা । | বর্ণিত পাঁচটির প্রকল্পের অধীন গৃহীত সেবা সমুহের গুনগত মান বৃদ্ধি পাবে জনগণের ভুগান্তি কমবে, (সময় ও অর্থ ব্যয়ের দিক থেকে) ২. আত্মসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে ৩. সেবা দাতা এবং সেবা গৃহীতা উভয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সক্রিয়তা বৃদ্ধি পাবে । | ১. সেবা প্রাপ্তির ক্ষেত্রে সেবা গৃহীতার সময় বা সেবা প্রাপ্তির ব্যয় বা সেবা প্রাপ্তির লক্ষ্যে সেবা গৃহীতার অফিস যাতায়াতের সংখ্যা । ২. সরকারী দপ্তর সমুহে ও ব্যাক্তিগত মালিকানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সরঞ্জামাদির সংখ্যা ও পরিমান । |
৩. | উপজেলা পরিষদের মাধ্যমে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা/কর্মচারী, বেকার যুবক, শিক্ষক পর্যায়ে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ব্যবহার বিষয়ক প্রশিক্ষন আয়োজন । | জানুয়ারী ২০১৬ ডিসেম্বর ২০১৬ | উপজেলা পরিষদ ও উপজেলা ইনোভেশন টিম | ১. দক্ষ মানব সম্পদ তৈরি হবে ২. ডিজিটাল প্রদ্ধতি সেবা প্রদানকারী ও সেবা গ্রহণকারীর সংখ্যা বৃ্দ্ধি পাবে ৩. স্বল্প সময়ে স্বল্প খরচে ঘরে বসে সেবা প্রদান ও সেবা গ্রহণকারীর মানসিকতা তৈরি হবে। ৪. সরকারী দপ্তর সমুহে ই-সেবা ব্যবস্থাপনার জন্য দক্ষতা অর্জিত হবে। | ১. ১০০ জনকে কম্পিউটার প্রশিক্ষন প্রদান । ২. প্রশিক্ষণ গ্রহণকারীগণে তথ্যচিত্র সংগ্রহ ৩. ইলেকট্রনিক প্রদ্ধতিতে সেবা গ্রহণ ও প্রদানের তথ্যচিত্র সংগ্রহ । |
৪. | উপজেলা সকল দপ্তরে সিজিজেন চার্টার প্রস্তুত করার ও সিটিজেন চার্টার অনুযায়ী সেবা প্রদান নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ। | মার্চ ২০১৬- আগষ্ট ২০১৬ | উপজেলা ইনোভেশন টিম | ১. দপ্তর/বিভাগের কার্যপরিধী সুনিশ্চিত হবে ২. সেবা প্রদানকারী/সেবা গ্রহণকারী উভযের হয়রানি কমবে । ৩. সেবা গ্রহীতা তার প্রাপ্য সেবা সক্রান্ত তথ্য সহজে জানতে পারব। ৪. দাপ্তরিক অনিয়ম রাশ পাবে। | ১. স্ব স্ব দপ্তরের ওয়েব পোর্টালে এবং দপ্তরের সম্মুখে দৃশ্যমান জায়গায় সিটিজেন চার্টার স্থাপন। |
৫. | চলমান ও সম্ভাব্য উদ্বাবনী উদ্যোগ সমুহ সরেজমিনে তদারকী ও সহযোগিতা প্রদান | মার্চ ২০১৬- ডিসেম্বর ২০১৬ | উপজেলা ইনোভেশন টিম | ১. চলমান উদ্ভাবনী উদ্যোগ সমুহ গতিশীল থাকবে ২. নতুন নতুন উদ্ভাবনী ধারনা তৈরি হবে। ৩. সরকারী দপ্তরে সেবা প্রদান প্রক্রিয়া সহজীকরণে প্রক্রিয়া অব্যাহত থাকবে। | কোন দপ্তরে কত বার যাওযা হয়েছে। |
৬. | শ্রেষ্ঠ উদ্যোক্তা/উদ্ভাবকে পুরস্কার প্রদান | ১৫-৩১ ডিসেম্বর ২০১৬ | উপজেলা পরিষদ ও উপজেলা ইনোভেশন টিম | ১. উদ্যোক্তা আরো অধিক উদ্ভাবনে আগ্রহী হবে। ২. অন্যান্য উ্দ্যোক্তাগন অনুপ্রানিত হবে। | আনুষ্ঠানিক ভাবে পুরস্কার প্রদান। |
৭. | সফল উদ্যোগ জেলার অন্যান্য উপজেলা তথা সারা বাংলাদেশে বাস্তবাযনের সুপারিশ পুর্নয়ন ও বাস্তবায়ন | ১৫-৩১ ডিসেম্বর ২০১৬ | উপজেলা ইনোভেশন টিম | দেশব্যাপী অভিন্ন প্রদ্ধতিতে সরকারী সেবা প্রদান নিশ্চিত হবে। | কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত উদ্যোগের সংখ্যা |
৮. | বাৎসরিক প্রতিবেদন প্রণয়ন, মন্ত্রীপরিষদ বিভাগ সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের নিকট প্রেরণ ও নিজস্ব ওযেব সাইটে প্রকাশ করণ | 01-31 জানুয়ারী 2017 | উপজেলা ইনোভেশন টিম | ১. উপজেলা ইনোভেশন টিমের কার্যক্রমের তথ্য ভান্ডার তৈরি হবে। ২. উদ্ধর্তন কর্তৃপক্ষকে টিমের সকল কার্যক্রম অবহিতকরণ | প্রতিবেদন তৈরি, প্রকাশনা ও প্রেরণ। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস