Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ঠাকুরগাও সদর উপজেলা পরিষদের টাংগন ব্যারেজ
বিস্তারিত

১৪নং রাজাগাঁও ইউনিয়নের চাপাতি মৌজায় অবস্থিত টাঙ্গন ব্যারেজ এর বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনার মতামত : 

 

 

            বাংদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এশিয়া উন্নয়ন ব্যাংক পঞ্চগড় পওড় বিভাগের সহযোগীতায় ঠাকুরগাঁও জেলাধীন ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের চাপাতি গ্রামে অবস্থিত, টাঙ্গন ব্যারেজটি ১৯৮৪-১৯৮৫ইং সালে বাসত্মবায়ন কাজ শুরম্ন হইয়া ১৯৯২-১৯৯৩ ইং সালে সমাপ্ত হয় । প্রকল্পটির উদ্দেশ্য ছিল  প্রকল্প এলাকার আমন মৌসুমে সেচ সুবিধা প্রদান করা।  প্রকল্প আওতাভুক্ত জমি ৬০৭০ হেক্টর এবং সেচ যোগ্য জমি ৪৪৫০ হেক্টর।  উক্ত ব্যারেজটির সামনে /উজানে বর্ষা মৌসুমে বিসত্মৃর্ন জলাশয় মানুষের দৃষ্টি নন্দন পরিবেশ তৈরি করে। ব্যারেজটির ভাটির দিকে উভয় পার্শ্বে সংরক্ষিত এলাকা পরিকল্পনা মাফিক বৃক্ষরোপন সহ উন্নয়নমুলক কাজের মাধ্যমে দর্শনার্থীদের বসা ও  দেখার জন্য পরিবেশের  দরকার ।  বর্তমানে উক্ত এলাকায় টাঙ্গন ব্যারেজ দর্শনার্থীদের আশা যাওয়ার কারনে দোকান পাট ব্যবসা বানিজ্য সহ নানাবিধ উন্নয়ন সাধিত হইয়াছে। এলাকাটি একটি পিকনিক স্পট হিসেবে ব্যবহার যোগ্য হইয়াছে। কিন্তু পিকনিক স্পট হিসিবে ব্যবহারের পরিবেশ তৈরি করা আশু প্রয়োজন ।