ঠাকুরগাঁও সদর উপজেলা
ঠাকুরগাঁও উপজেলা পরিষদ হয়ে সোজা উক্তরে প্রায়-২৫ কি: মি: ১৩ মাইল নাম স্থানে বাস বা সিএনজি বা বিআরটিসি বাস থেকে নেমে পশ্চিমে প্রায় ৭ কি: মি: দুরে এই দর্শনীয় স্থান গুলি অবস্থিত । অপরটি উপজেলা পরিষদ হয়ে বাসষ্ট্যান্ড নাম জায়গা থেকে লোকাল গাড়ী নিয়ে গড়েয়া হাট হয়ে উক্তরে জাঠিভাংগা বোদ্ধভুমি দর্মনীয় স্থানটি অবস্থিত ।
0
খুরম খা দিঘী | মুন্সিরহাট থেকে পশআইমে ৭/৮ কিঃমিঃ গেলেই খুররমখা দিঘী। | ১৫নং দেবীপুর ইউনিয়ন পরিষদের কালেশ্বরগাঁত্ত মৌজায় অবস্থিত |
দর্শণীয় স্থান | ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও বাস ষ্টেন হতে ১১ কি:মি: উত্তর দিকে পঞ্চগড় যাওয়ার পথে ১১ মাইল নামক স্থান হইতে পশ্চমে ১৫নং দেবীপুর ইউনিয়ন পরিষদের পাশ্ব দিয়ে পম্চিমে কালেশ্বরগাঁও গ্রামের শেষ প্রান্তে ১৪নং রাজাগাঁও ইউনিয়ন ঘেষে এই খুররম খাঁ দিঘি। | ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর উপজেলার ১৫ নং দেবিপুর ইউনিয়নে অবস্থতীত। |
খুরমখাঁ দিঘী | ১৫নং দেবীপুর ইউনিয়ন পরিষদ হইতে ৪ কি: মি:পশ্বিম উত্তরে কালেশ্বগাঁও মৌজার এটি অবস্থিত। | ১৫নং দেবীপুর ইউনিয়ন ১৪নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদ জুড়ে এই দিঘী বা গড়টি অবস্থিত। |
মুজাবর্নী ভেলা পুকুর ভেলাই চন্ডী মন্দির। | ১৫নং দেবীপুর ইউনিয়ন পরিষদ হইতে পূর্বে ১১ মাইল যাওয়ার পথে মুজাবর্নী ভেলা পুকুর আশ্রায়ন প্রকল্পের সাথে এই মন্দিরটি অবস্থিত। | ঠাকুরগাঁও জেলা ও সদর উপজেলার ১৫নং দেবীপুর ইউনিয়ন পরিষদের পূর্বে মুজাবর্নী গ্রামে ভেলা পুকুর পারে অবস্থিত। |
জাঠিভাংগা স্মৃতি সৌধ | ঠাকুরগাঁও সদর থেকে ১৮ নং শুখান পুখরী ইউনিয়ন টি প্রায় 25 কিলোমিটার দুরে অবস্থিত । উক্ত পরিষদ থেকে ৪ কিলোমিটার সোজা উত্তরে ভুল্লি হতে পাঁচপীর রাস্তার সংলগ্ন পাথরাজ নদীর তীরে অবস্থিত। যার ফলে ভুল্লি বাজার হয়ে কিংবা ঠাকুরগাঁও দিয়ে গড়েয়া হয়ে যাওয়া যাবে। | জাঠিভাংগা বাজার, ১৮ নং শুখান পুখরী ইউনিয়ন, ঠাকুরগাঁও। |
সুইচ গেট | যে কোন যানবাহনে যাওয়া যাবে। | ১৮ নং শুখান পুখরী ইউনিয়ন |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস